
সোমবার ২৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার রাতে জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পিঙ্ক প্রমস ম্যাচ রাজস্থান রয়্যালসের। রাজস্থানের মহিলাদের সমর্থনে পুরো গোলাপিতে নামবেন সঞ্জু স্যামসন, যশস্বী জয়েসওয়ালরা। আন্তর্জাতিক মহিলা দিবসে রাজস্থান রয়্যালস ফাউন্ডেশন মেয়েদের নিয়ে একটি প্রচারমূলক ছবি 'অউরত হ্যায় তো ভারত হ্যায়' বাজারে আনে। গত বছর থেকে শুরু হয়েছে পিঙ্ক প্রমিস ক্যাম্পেন। এর মাধ্যমে ২৫০টির বেশি ঘরে আলো ছড়িয়ে দেওয়া হয়েছে। হাজার হাজার মানুষের জীবন বদলে দিয়েছে। বৃহস্পতিবার মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে প্রতি টিকিটে ১০০ টাকা করে দেবে রাজস্থান রয়্যালস। যা গ্রামের মহিলাদের সাহায্যার্থে ব্যবহার করা হবে। অল পিঙ্ক জার্সি ম্যাচে ওঠা অর্থ যাবে রয়্যাল রাজস্থান ফাউন্ডেশনে। ম্যাচে প্রত্যেক ছয়ে সম্ভার এলাকায় ছটি বাড়ি সোলার পাওয়ারের দ্বারা আলোকিত হবে।
বর্তমানে লিগ টেবিলে ভাল জায়গায় নেই রাজস্থান। অষ্টম স্থানে সঞ্জুরা। প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে বাকি চারটে ম্যাচই জিততে হবে। তার প্রথম ধাপ মুম্বইয়ের বিরুদ্ধে। শুরুটা ভাল করেও মাঝপথে খেই হারায় রাজস্থান। একাধিক ম্যাচে আধিপত্য বিস্তার করেও ম্যাচ হারে। দিল্লির বিরুদ্ধে সুপার ওভারে হারে। কিন্তু গুজরাটের বিরুদ্ধে বৈভব সূর্যবংশীর ঐতিহাসিক শতরান আশা ফিরিয়েছে। যশস্বী জয়েসওয়ালের সঙ্গে পার্টনারশিপে মাত্র ১৫.৫ ওভারে রেকর্ড ২১০ রান তাড়া করে জেতে রাজস্থান। আইপিএলের ইতিহাসে বড় রান তাড়া করে দ্রুততম জয়।